সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ডিসেম্বর ৫-১১

যিশাইয় ১-৫

ডিসেম্বর ৫-১১
  • গান ১৬ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে গিয়া উঠি”: (১০ মিনিট)

    • [যিশাইয় বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]

    • যিশা ২:২, ৩—“সদাপ্রভুর গৃহের পর্ব্বত” বিশুদ্ধ উপাসনাকে চিত্রিত করে (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১ ৩৮-৪১ অনু. ৬-১১; ৪৪-৪৫ অনু. ২০-২১, ইংরেজি)

    • যিশা ২:৪—যিহোবার উপাসকরা আর যুদ্ধ শেখে না (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১ ৪৬-৪৭ অনু. ২৪-২৫)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যিশা ১:৮, ৯—কীভাবে সিয়োন কন্যা ‘দ্রাক্ষাক্ষেত্রের কুটীরের’ মতো ‘হইয়া পড়িয়াছিল’? (প্রহরীদুর্গ ০৬ ১২/১ ৮ অনু. ৫)

    • যিশা ১:১৮—“আইস, আমরা উত্তর প্রত্যুত্তর [“বোঝাপড়া,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] করি,” যিহোবার এই কথাগুলোর অর্থ কী? (প্রহরীদুর্গ ০৬ ১২/১ ৮ অনু. ৬; অন্তর্দৃষ্টি-২ ৭৬১ অনু. ৩, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?

    • এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৫:১-১৩

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) “নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা”-র উপর ভিত্তি করে আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। প্রকাশকদের নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য উৎসাহিত করুন।

খ্রিস্টীয় জীবনযাপন