সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বই ব্যবহার করে লোকেদের হৃদয়ে পৌঁছানোর মাধ্যমে

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বই ব্যবহার করে লোকেদের হৃদয়ে পৌঁছানোর মাধ্যমে

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যিহোবাকে গ্রহণযোগ্য উপায়ে উপাসনা করার জন্য লোকেদের অবশ্যই তাঁর মান সম্বন্ধে জানতে হবে ও সেইসঙ্গে সেই অনুযায়ী চলতে হবে। (যিশা ২:৩, ৪) আমাদের দ্বিতীয় অধ্যয়ন প্রকাশনা, ‘ঈশ্বরের প্রেম’ বইটা বাইবেল ছাত্রদের বুঝতে সাহায্য করে যে, ঈশ্বরের কাছ থেকে পাওয়া নীতিগুলো কীভাবে তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। (ইব্রীয় ৫:১৪) শিক্ষা দেওয়ার সময় আমাদেরকে তাদের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে, যাতে তারা পরিবর্তন করার জন্য উপযুক্ত প্রেরণা লাভ করে।—রোমীয় ৬:১৭.

যেভাবে এটা করা যায়:

  • ছাত্রের প্রয়োজনের কথা মাথায় রেখে ভালোভাবে প্রস্তুতি নিন। দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন তৈরি করুন, যেগুলো অধ্যয়নের বিষয়বস্তু সম্বন্ধে ছাত্রের অনুভূতি বুঝতে সাহায্য করবে।—হিতো ২০:৫; পরিচর্যা বিদ্যালয় ২৫৯, ইংরেজি

  • ছাত্রকে বাইবেলের নীতি কাজে লাগানোর গুরুত্ব সম্বন্ধে বুঝতে সাহায্য করার জন্য বইয়ের মধ্যে দেওয়া বাক্সগুলো ব্যবহার করুন

  • বিবেকের সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে ছাত্রকে যুক্তি করতে সাহায্য করুন, তবে তার হয়ে সিদ্ধান্ত নেবেন না।—গালা ৬:৫

  • বাইবেলের নির্দিষ্ট কোনো নীতি কাজে লাগানোর ক্ষেত্রে ছাত্রের সাহায্যের প্রয়োজন আছে কি না, তা কৌশলতা ব্যবহার করে বোঝার চেষ্টা করুন। যিহোবার প্রতি তার ভালোবাসার উপর ভিত্তি করে বিভিন্ন পরিবর্তন করার জন্য তাকে সদয়ভাবে উৎসাহিত করুন।—হিতো ২৭:১১; যোহন ১৪:৩১