যিশাইয় ১-৫
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |‘চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে গিয়া উঠি’
২:২, ৩
‘শেষকাল’ |
যে-সময়ে আমরা বাস করছি |
“সদাপ্রভুর গৃহের পর্ব্বত” |
যিহোবার উচ্চীকৃত বিশুদ্ধ উপাসনা |
“সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে” |
যারা বিশুদ্ধ উপাসনায় অংশ নেয়, তারা একতাবদ্ধ হয় |
‘চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে গিয়া উঠি’ |
সত্য উপাসকরা তাদের সঙ্গে অন্যদেরও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় |
“তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব” |
যিহোবা তাঁর বাক্যের মাধ্যমে আমাদের শিক্ষা দেন এবং তাঁর মার্গে বা পথে চলতে সাহায্য করেন |
২:৪
“তাহারা আর যুদ্ধ শিখিবে না” |
যিশাইয় যুদ্ধের অস্ত্রশস্ত্র যে চাষের সরঞ্জামে পরিণত হয়, সেই বিষয়ে বর্ণনা করেন আর এটা ইঙ্গিত দেয়, যিহোবার লোকেরা শান্তির অনুধাবন করবে। যিশাইয়ের দিনে এই সরঞ্জামগুলো কী ছিল? |
“খড়্গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল” |
১ লাঙলের ফাল ছিল এমন এক সরঞ্জাম, যেটার সাহায্যে মাটি আলগা করা হতো। কিছু কিছু হলমুখ বা লাঙলের ফাল ধাতুর তৈরি ছিল।—১শমূ ১৩:২০ |
“বড়শা ভাঙ্গিয়া কাস্তা” |
২ কাস্তে ছিল সম্ভবত ধাতুর তৈরি হাতলওয়ালা একটা বাঁকানো ব্লেড। এই সরঞ্জাম দ্রাক্ষালতা ছেঁটে দেওয়ার জন্য ব্যবহার করা হতো।—যিশা ১৮:৫ |