দক্ষিণ আফ্রিকায় পারিবারিক অধ্যয়নের সময় গান গাওয়া হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ডিসেম্বর ২০১৮

কথোপকথনের নমুনা

জীবনের উদ্দেশ্য এবং ভবিষ্যতের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে ধারাবাহিক কথোপকথনের নমুনা।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

একজন নিষ্ঠুর তাড়নাকারী উদ্যোগী সাক্ষি হয়ে ওঠেন

আপনি যদি বাইবেল অধ্যয়ন করেন অথচ এখনও বাপ্তিস্ম না নিয়ে থাকেন, তা হলে যা শিখেছেন তা দ্রুত কাজে লাগানোর মাধ্যমে আপনি কি শৌলকে অনুকরণ করবেন?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

বার্ণবা ও পৌল দূরদূরান্তে গিয়ে শিষ্য তৈরি করেছিলেন

প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও, বার্ণবা ও পৌল মৃদুশীল ব্যক্তিদের খ্রিস্টধর্ম গ্রহণ করতে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—“সঠিক প্রবণতা সম্পন্ন” ব্যক্তিদের শিষ্য হতে সাহায্য করে

কীভাবে আমরা শিষ্য তৈরি করার ক্ষেত্রে যিহোবার সঙ্গে কাজ করি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে সর্বসম্মত এক সিদ্ধান্ত

যেভাবে এই পরিস্থিতির সমাধান করা হয়েছিল, তা থেকে আমরা কী শিখতে পারি?

খ্রিস্টীয় জীবনযাপন

গান গাওয়ার মাধ্যমে আনন্দের সঙ্গে যিহোবার প্রশংসা করুন

রাজ্যের গান গাওয়া আমাদের উপর কোন উত্তম প্রভাব ফেলতে পারে?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

প্রচার করার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রেরিত পৌলকে অনুকরণ করুন

কীভাবে আমরা পরিচর্যায় প্রেরিত পৌলের উদাহরণ অনুকরণ করতে পারি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“তোমরা আপনাদের বিষয়ে সাবধান, এবং . . . সমস্ত পালের বিষয়ে সাবধান হও”

প্রত্যেক মেষকে খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা ক্রয় করা হয়েছে। এই বিষয়টা মনে রেখে প্রাচীনরা পালকে খাদ্য প্রদান করেন, তাদের সুরক্ষা করেন ও যত্ন নেন।