সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—“সঠিক প্রবণতা সম্পন্ন” ব্যক্তিদের শিষ্য হতে সাহায্য করে

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—“সঠিক প্রবণতা সম্পন্ন” ব্যক্তিদের শিষ্য হতে সাহায্য করে

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যিহোবা সেই ব্যক্তিদের হৃদয়ে সত্যের বীজ বৃদ্ধি পেতে দেন, যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত [“সঠিক প্রবণতা সম্পন্ন,” NW]।” (প্রেরিত ১৩:৪৮; ১করি ৩:৭) পরিচর্যায় যে-ব্যক্তিরা তাদের শেখা বিষয়গুলোর প্রতি সাড়া দেয়, সেই ব্যক্তিদের সাহায্য করার উপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত রাখার মাধ্যমে আমরা যিহোবার সঙ্গে কাজ করি। (১করি ৯:২৬) বাইবেল ছাত্রদের এটা বোঝা প্রয়োজন, পরিত্রাণ লাভ করার জন্য খ্রিস্টীয় বাপ্তিস্ম অপরিহার্য। (১পিতর ৩:২১) তাদের জীবনে বিভিন্ন পরিবর্তন করতে, প্রচার ও শিক্ষাদান করতে এবং তাদের জীবন যিহোবার কাছে উৎসর্গ করতে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা তাদের শিষ্য হতে সাহায্য করতে পারি।—মথি ২৮:১৯, ২০.

যেভাবে এটা করা যায়:

  • বাইবেল ছাত্রদের মনে করিয়ে দিন যে, তাদের অধ্যয়নের উদ্দেশ্য হল যেন তারা যিহোবা সম্বন্ধে “জানিতে পায়” ও তাঁকে খুশি করতে পারে।—যোহন ১৭:৩

  • তাদের বিভিন্ন বাধা, যেমন মন্দ অভ্যাস ও আপত্তিকর মেলামেশা কাটিয়ে উঠে আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করুন

  • তারা বাপ্তিস্ম নেওয়ার আগে ও পরে তাদের শক্তিশালী ও উৎসাহিত করুন।—প্রেরিত ১৪:২২

যিহোবা ঈশ্বর আপনাকে সাহায্য করবেন  শিরোনামের ভিডিওটা দেখান আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কেউ কেউ হয়তো কোন কারণে উৎসর্গীকরণ করতে ও বাপ্তিস্ম নিতে ভয় পায়?

  • কীভাবে প্রাচীনরা বাইবেল ছাত্রদের আধ্যাত্মিক উন্নতি করার ক্ষেত্রে সাহায্য করতে পারেন?

  • যিশাইয় ৪১:১০ পদ যিহোবা সম্বন্ধে আমাদের কী শিক্ষা দেয়?

  • যদিও আমরা অসিদ্ধ, কিন্তু যিহোবাকে গ্রহণযোগ্য উপায়ে সেবা করার জন্য কোন গুণাবলি আমাদের যোগ্য করে তুলবে?

কীভাবে আমরা শিষ্য তৈরি করার ক্ষেত্রে যিহোবার সঙ্গে কাজ করি?