সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একটা মণ্ডলীতে সদস্যরা পরিচালকগোষ্ঠীর সিদ্ধান্ত মনোযোগ দিয়ে শুনছে

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রেরিত ১৫-১৬

ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে সর্বসম্মত এক সিদ্ধান্ত

ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে সর্বসম্মত এক সিদ্ধান্ত

যেভাবে এই পরিস্থিতির সমাধান করা হয়েছিল, তা থেকে আমরা কী শিখতে পারি?

১৫:১, ২—নম্রতা ও ধৈর্য দেখিয়ে চলুন। পৌল ও বার্ণবা নিজেরাই সমস্যাটার মীমাংসা করার পরিবর্তে, যিহোবার সংগঠনের কাছ থেকে নির্দেশনা খুঁজেছিলেন।

১৫:২৮, ২৯—ঈশ্বরের সংগঠনের উপর নির্ভর করুন। মণ্ডলীর এই আস্থা ছিল যে, যিহোবা তাঁর পবিত্র আত্মা ও খ্রিস্ট যিশুর মাধ্যমে বিভিন্ন বিষয় পরিচালনা করবেন।

১৬:৪, ৫—বাধ্য হোন। মণ্ডলীগুলো যখন পরিচালকগোষ্ঠীর কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুসরণ করেছিল, তখন তারা উন্নতি করেছিল।