সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ডিসেম্বর ৩১, ২০১৮–জানুয়ারি ৬, ২০১৯

প্রেরিত ১৯-২০

ডিসেম্বর ৩১, ২০১৮–জানুয়ারি ৬, ২০১৯
  • গান ৪২ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। গৃহকর্তাকে JW.ORG কনট্যাক্ট কার্ড দিন।

  • তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং পরের সাক্ষাতের জন্য প্রশ্ন বাছাই করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) যিহোবার ইচ্ছা (jl) ব্রোশারের পাঠ ১৫

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৩১

  • “অধ্যক্ষপদের আকাঙ্ক্ষী এমন কমবয়সি ভাইদের প্রশিক্ষণ দিন”: (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন: প্রাচীনরা মণ্ডলীতে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? (প্রেরিত ২০:২৮) প্রাচীনদের কেন ক্রমাগতভাবে অন্যদের প্রশিক্ষণ দিতে হবে? যিশু যেভাবে শিষ্যদের প্রশিক্ষণ দিয়েছিলেন, তা প্রাচীনরা কীভাবে অনুকরণ করতে পারেন? প্রশিক্ষণ লাভ করার সময় ভাইদের কোন ধরনের মনোভাব থাকা উচিত? (প্রেরিত ২০:৩৫; ১তীম ৩:১) প্রাচীনরা তাদের কোন ধরনের ব্যাবহারিক প্রশিক্ষণ দিতে পারেন? যাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের প্রতি প্রাচীনদের কোন ধরনের ভারসাম্যপূর্ণ মনোভাব বজায় রাখা উচিত?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন  অধ্যায় ২৮ অনু. ১-৯

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ১৮ এবং প্রার্থনা