ডিসেম্বর ৩-৯
প্রেরিত ৯-১১
গান ৩৫ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“একজন নিষ্ঠুর তাড়নাকারী উদ্যোগী সাক্ষি হয়ে ওঠেন”: (১০ মিনিট)
প্রেরিত ৯:১, ২—শৌল যিশুর শিষ্যদের নিষ্ঠুরভাবে তাড়না করেছিলেন (সাক্ষ্য দেওয়া ৬০ অনু. ১-২, ইংরেজি)
প্রেরিত ৯:১৫, ১৬—শৌলকে যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল (প্রহরীদুর্গ ১৬.০৬ ৭ অনু. ৪)
প্রেরিত ৯:২০-২২—শৌল একজন উদ্যোগী সাক্ষি হয়ে উঠেছিলেন (সাক্ষ্য দেওয়া ৬৪ অনু. ১৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
প্রেরিত ৯:৪—যিশু কেন শৌলকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন: “কেন আমাকে তাড়না করিতেছ?” (সাক্ষ্য দেওয়া ৬০-৬১ অনু. ৫-৬, ইংরেজি)
প্রেরিত ১০:৬—পিতর যে একজন চর্মকারের বাড়িতে ছিলেন, এটা কেন এক উল্লেখযোগ্য বিষয়? (“শিমোন নামে একজন চর্মকার” স্টাডি নোট—প্রেরিত ১০:৬, nwtsty)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রেরিত ৯:১০-২২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) যিহোবার ইচ্ছা (jl) ব্রোশারের পাঠ ৬
খ্রিস্টীয় জীবনযাপন
গান ৪৭
স্থানীয় প্রয়োজন: (৮ মিনিট)
সাংগঠনিক সাফল্য: (৭ মিনিট) ডিসেম্বর মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৬ অনু. ১৮-২৩, ২৬৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৯ এবং প্রার্থনা