সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রেরিত ৯-১১

একজন নিষ্ঠুর তাড়নাকারী উদ্যোগী সাক্ষি হয়ে ওঠেন

একজন নিষ্ঠুর তাড়নাকারী উদ্যোগী সাক্ষি হয়ে ওঠেন

৯:১৫, ১৬, ২০-২২

শৌল যা শিখেছিলেন, তা সঙ্গেসঙ্গে কাজে লাগিয়েছিলেন। কেন শৌল সাড়া দিয়েছিলেন, যেখানে কিনা অন্যেরা সাড়া দিতে ব্যর্থ হয়েছিল? কারণ তিনি মানুষের চেয়ে ঈশ্বরকে বেশি ভয় করতেন এবং খ্রিস্ট তার প্রতি যে-করুণা দেখিয়েছিলেন, সেটার জন্য কৃতজ্ঞ ছিলেন। আপনি যদি বাইবেল অধ্যয়ন করেন অথচ এখনও বাপ্তিস্ম না নিয়ে থাকেন, তা হলে যা শিখেছেন তা দ্রুত কাজে লাগানোর মাধ্যমে আপনি কি শৌলকে অনুকরণ করবেন?