ডিসেম্বর ২৩-২৯
প্রকাশিত বাক্য ১৭-১৯
গান ৪৬ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ঈশ্বরের যুদ্ধ অন্যান্য সমস্ত যুদ্ধের শেষ নিয়ে আসবে”: (১০ মিনিট)
প্রকা ১৯:১১, ১৪-১৬—খ্রিস্ট যিশু ঈশ্বরের ধার্মিক বিচার সম্পাদন করবেন (প্রহরীদুর্গ ০৮ ৪/১ ৮ অনু. ৩-৪, ইংরেজি; অন্তর্দৃষ্টি-১ ১১৪৬ অনু. ১, ইংরেজি)
প্রকা ১৯:১৯, ২০—সেই পশু ও ভাক্ত ভাববাদীকে ধ্বংস করা হবে (প্রকাশিত বাক্যের পরিপূর্ণতা ২৮৬ অনু. ২৪, ইংরেজি)
প্রকা ১৯:২১—ঈশ্বরের শাসন করার অধিকারের বিরোধিতা করবে এমন সমস্ত ব্যক্তিকে ধ্বংস করা হবে (প্রকাশিত বাক্যের পরিপূর্ণতা ২৮৬ অনু. ২৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
প্রকা ১৭:৮—ব্যাখ্যা করুন যে, কীভাবে ‘সেই পশু ছিল, এখন নাই, পরে হইবে।’ (প্রকাশিত বাক্যের পরিপূর্ণতা ২৪৭-২৪৮ অনু. ৫-৬, ইংরেজি)
প্রকা ১৭:১৬, ১৭—কীভাবে আমরা জানি যে, মিথ্যা ধর্ম এমনি এমনিই বিলুপ্ত হয়ে যাবে না? (প্রহরীদুর্গ ১২ ৬/১৫ ১৮ অনু. ১৭)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রকা ১৭:১-১১ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৮)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) যিহোবার ইচ্ছা (jl) ব্রোশারের পাঠ ৮ (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
খ্রিস্টীয় জীবনযাপন
সাহস জোগাও আমায়: (১৫ মিনিট) আলোচনা। সাহস জোগাও আমায় শিরোনামের গানটা দেখান। এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন: জীবনের কোন পরিস্থিতিতে আমাদের সাহসের প্রয়োজন হয়ে পড়ে? বাইবেলের কোন বিবরণ পড়লে আপনার সাহস বৃদ্ধি পায়? আমাদের সঙ্গে কে রয়েছেন? এই ভাগের শেষে সবাইকে উঠে দাঁড়িয়ে “সাহস জোগাও আমায়” (সভার সংস্করণ) গানটা গাওয়ার জন্য আমন্ত্রণ জানান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৫০
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৩ এবং প্রার্থনা