সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ডিসেম্বর ২-৮

প্রকাশিত বাক্য ৭-৯

ডিসেম্বর ২-৮
  • গান ৩১ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • অগণিত বিস্তর লোক যিহোবার আশীর্বাদ লাভ করে”: (১০ মিনিট)

    • প্রকা ৭:৯—“বিস্তর লোক” যিহোবার সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে (অন্তর্দৃষ্টি-১ ৯৯৭ অনু. ১, ইংরেজি)

    • প্রকা ৭:১৪—বিস্তর লোক ‘মহাক্লেশ’ থেকে রক্ষা পাবে (অন্তর্দৃষ্টি-২ ১১২৭ অনু. ৪, ইংরেজি)

    • প্রকা ৭:১৫-১৭—বিস্তর লোক পৃথিবীতে ভবিষ্যতের আশীর্বাদগুলো লাভ করবে (অন্তর্দৃষ্টি-১ ৯৯৬-৯৯৭)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • প্রকা ৭:১—‘পৃথিবীর চারি কোণে দাঁড়াইয়া থাকা চারি দূত’ এবং “চারি বায়ু” কোন বিষয়গুলোকে চিত্রিত করে? (প্রকাশিত বাক্যের পরিপূর্ণতা ১১৫ অনু. ৪, ইংরেজি)

    • প্রকা ৯:১১—“অগাধলোকের দূত” কে? (অন্তর্দৃষ্টি-১ ১২, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রকা ৭:১-১২ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ২০

  • স্থানীয় প্রয়োজন: (৮ মিনিট)

  • সাংগঠনিক সাফল্য: (৭ মিনিট) ডিসেম্বর মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য ভিডিওটা দেখান।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৪৭

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ২৬ এবং প্রার্থনা