ডিসেম্বর ৩০, ২০১৯-জানুয়ারি ৫, ২০২০
প্রকাশিত বাক্য ২০-২২
গান ১৪ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“দেখ, আমি সকলই নূতন করিতেছি”: (১০ মিনিট)
প্রকা ২১:১—“প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে” (প্রকাশিত বাক্যের পরিপূর্ণতা ৩০১ অনু. ২, ইংরেজি)
প্রকা ২১:৩, ৪—“প্রথম বিষয় সকল লুপ্ত হইল” (প্রহরীদুর্গ ১৪ জানুয়ারি-মার্চ ১১ অনু. ২-৪)
প্রকা ২১:৫—যিহোবার প্রতিজ্ঞা বিশ্বাসযোগ্য (প্রহরীদুর্গ ০৩ ৮/১ ১২ অনু. ১৪)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
প্রকা ২০:৫—কোন অর্থে “অবশিষ্ট মৃতেরা” ১,০০০ বছরের শেষে জীবন ফিরে পাবে? (অন্তর্দৃষ্টি-২ ২৪৯ অনু. ২, ইংরেজি)
প্রকা ২০:১৪, ১৫—“অগ্নিহ্রদ” কী? (অন্তর্দৃষ্টি-২ ১৮৯-১৯০)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রকা ২০:১-১৫ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন। গৃহকর্তাকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন। বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) যিহোবার ইচ্ছা (jl) ব্রোশারের পাঠ ১২ (শিক্ষা দেওয়া পাঠ ৬)
খ্রিস্টীয় জীবনযাপন
“পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—খাপ খাইয়ে নিয়ে”: (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৫১
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৭ এবং প্রার্থনা