সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রকাশিত বাক্য ১০-১২

‘দুই সাক্ষীকে’ বধ করা হয় ও আবারও জীবিত করা হয়

‘দুই সাক্ষীকে’ বধ করা হয় ও আবারও জীবিত করা হয়

১১:৩-১১

  • ‘দুই সাক্ষী’: অভিষিক্ত ভাইদের নিয়ে গঠিত একটা ছোটো দল, যারা ১৯১৪ সালে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার সময় নেতৃত্ব দিচ্ছিলেন

  • তাদের বধ করা হয়: তারা “চটপরিহিত হইয়া” সাড়ে তিন বছর ধরে প্রচার করেন। এরপর তাদের “বধ” করা হয় অর্থাৎ তাদের জেলে বন্দি করা হয় আর বলপূর্বক তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়

  • তাদের আবারও জীবিত করা হয়: সেই রূপক সাড়ে তিন দিন শেষ হওয়ার পর তাদের আবারও জীবিত করা হয় অর্থাৎ তাদের জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং তারা পুনরায় প্রচার কাজে নেতৃত্ব দিতে শুরু করেন