লেবীয় পুস্তক ১২-১৩
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |কুষ্ঠরোগ সম্বন্ধে নিয়ম থেকে শিখুন
১৩:৪, ৫, ৪৫, ৪৬, ৫২, ৫৭
যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করার জন্য কুষ্ঠরোগ সম্বন্ধে দেওয়া নিয়মের পিছনে যে-নীতিগুলো রয়েছে, তা থেকে আজকে আমরা কী শিখতে পারি?
-
যিহোবা যাজকদের শিখিয়েছিলেন যে, তারা কীভাবে দ্রুত কুষ্ঠরোগ শনাক্ত করতে পারেন। একইভাবে আজকে প্রাচীনরা দ্রুত সেই ভাই-বোনদের সাহায্য করে থাকেন, যাদের যিহোবার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে।—যাকোব ৫:১৪, ১৫
-
ইস্রায়েলীয়দের কুষ্ঠরোগীর ব্যবহৃত জিনিসপত্র আগুনে পুড়িয়ে দিতে হত, যাতে এই রোগ ছড়িয়ে না পড়ে। খ্রিস্টানদেরও সেইসমস্ত কাজ ত্যাগ করতে ইচ্ছুক হতে হবে, যেগুলোর কারণে তারা পাপ করার জন্য প্রলুব্ধ হতে পারে এবং যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। (মথি ১৮:৮, ৯) তাই তাদের হয়তো কারো সঙ্গে মেলামেশা করা বন্ধ করতে, কোনো মন্দ অভ্যাস ছাড়তে কিংবা কোনো প্রকারের আমোদপ্রমোদ ত্যাগ করতে হতে পারে
কীভাবে একজন খ্রিস্টান দেখাতে পারেন যে, তিনি সত্যিই যিহোবার কাছ থেকে সাহায্য গ্রহণ করতে চান?