সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

পত্রিকা ব্যবহার করে চলুন

পত্রিকা ব্যবহার করে চলুন

২০১৮ সাল থেকে জনসাধারণ্যের জন্য আমাদের পত্রিকাগুলোর প্রতিটা সংস্করণে একটা করে বিষয় তুলে ধরা হচ্ছে। এই সমস্ত পত্রিকা আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সের একটা অংশ। তাই, আমরা হয়তো পরিচর্যায় এই পত্রিকাগুলো ব্যবহার করতে পারি। আমরা যখন কেনাকাটা করতে বা বেড়াতে যাই, তখনও আমাদের কাছে কিছু পত্রিকা রাখতে পারি। যদিও এগুলো লোকেদের সঙ্গে বাইবেলে অধ্যয়ন করার জন্য তৈরি করা হয়নি, তবে এই পত্রিকাগুলো তাদের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ জাগিয়ে তুলতে পারে।

কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা শুরু করার পর, একটা শাস্ত্রপদ পড়ুন। তারপর, তার আগ্রহের উপর ভিত্তি করে কোনো পত্রিকা থেকে একটা বিষয় তুলে ধরুন। উদাহরণ স্বরূপ, তিনি যদি একজন পরিবারের মস্তক হয়ে থাকেন কিংবা কোনো কারণে দুঃখী বা চাপের মধ্যে থাকেন, তা হলে আপনি তাকে হয়তো বলতে পারেন: “সম্প্রতি, আমি এই বিষয়ে একটা ভালো প্রবন্ধ পড়েছিলাম। আমি কি আপনাকে সেটা দেখাতে পারি?” তিনি যদি সেটা পড়তে চান, তা হলে প্রথম সাক্ষাতেই আপনি তাকে সেই পত্রিকার ছাপানো বা ইলেকট্রনিক কপি দিতে পারেন।—প্রেরিত ১৩:৪৮.

২০১৮

২০১৯

২০২০

 

কোন বিষয়গুলো আপনার এলাকার লোকেদের আগ্রহ জাগিয়ে তোলে?