সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | লেবীয় পুস্তক ১৪-১৫

বিশুদ্ধ উপাসনায় শুচি থাকা প্রয়োজন

বিশুদ্ধ উপাসনায় শুচি থাকা প্রয়োজন

১৫:১৩-১৫, ২৮-৩১

ঈশ্বরের প্রেমে অবস্থিতি করার জন্য আমাদের ভিতরে ও বাইরে উভয় দিক দিয়ে শুচি থাকা অপরিহার্য। এর অর্থ হল, শুধুমাত্র শারীরিক দিক দিয়ে নয় বরং আমাদের আচার-আচরণে ও সেইসঙ্গে উপাসনার ক্ষেত্রে শুচি থাকা প্রয়োজন। এ ছাড়া, আমরা এমন কোনো কাজ করব না, যেটা আমাদের স্বর্গীয় পিতার দৃষ্টিতে অশুচি।

জগতের মান প্রত্যাখ্যান করার ফলে আমি কীভাবে উপকৃত হতে পারি?