লেবীয় পুস্তক ১৬-১৭
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |প্রায়শ্চিত্তের দিন থেকে আমরা যা শিখতে পারি
১৬:১২-১৫
প্রায়শ্চিত্ত দিনে ব্যবহৃত ধূপ থেকে আমরা কী শিখতে পারি?
-
যিহোবার বিশ্বস্ত দাসদের প্রার্থনা তাঁর কাছে সুগন্ধি ধূপের মতো। (গীত ১৪১:২) ঠিক যেমন মহাযাজক অনেক সম্মানের সঙ্গে যিহোবার সামনে সুগন্ধি ধূপ নিয়ে যেতেন। একইভাবে, যিহোবার কাছে প্রার্থনা করার সময় আমরা যেন সশ্রদ্ধ ভয় এবং গভীর সম্মানের সঙ্গে তা করি
-
বলি উৎসর্গ করার আগে মহাযাজককে ধূপ জ্বালাতে হত। একইভাবে, বলিদান হিসেবে নিজের জীবন উৎসর্গ করার আগে যিশুকেও তাঁর সমগ্র জীবনধারায় তাঁকে যিহোবার প্রতি বিশ্বস্ত এবং অনুগত থাকতে হত, যাতে যিহোবা তাঁর বলিদান গ্রহণ করেন
কীভাবে আমি নিশ্চিত থাকতে পারি, যিহোবার উদ্দেশে আমি যে-ত্যাগস্বীকার করছি, তা তিনি গ্রহণ করবেন?