সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নভেম্বর ১৬-২২

লেবীয় পুস্তক ৪–৫

নভেম্বর ১৬-২২
  • গান ৪০ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিহোবাকে আপনার সর্বোত্তমটা দিন”: (১০ মিনিট)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)

    • লেবীয় ৫:১—এই শাস্ত্রপদ থেকে আজকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৬.০২ ৩০ অনু. ১৪)

    • লেবীয় ৫:১৫, ১৬—যিহোবার “পবিত্র বস্তুর” বিরুদ্ধে কীভাবে একজন ব্যক্তি অজান্তে পাপ করে ফেলতে পারতেন? (অন্তর্দৃষ্টি-১ ১১৩০ অনু. ২, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) লেবীয় ৪:২৭–৫:৪ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১০

  • যিহোবার সাহায্যে আমরা ৬০ বছর ধরে একসঙ্গে অগ্রগামীর কাজ করে যাচ্ছি: (১৫ মিনিট) ভিডিওটা দেখান। এরপর শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: বোন তাকাকো ও হিসাকো তাদের কার্যভার চালিয়ে যাওয়ার সময় কোন কোন আশীর্বাদ লাভ করেছেন? বোন তাকাকো কোন সমস্যার সঙ্গে লড়াই করছেন আর কী তাকে ধৈর্য বজায় রাখতে সাহায্য করছে? এই বোনেরা এত বছর ধরে আনন্দের সঙ্গে কীভাবে অগ্রগামীর কাজ করে যেতে পারছেন? এই বোনেরা কীভাবে নীচে দেওয়া শাস্ত্রপদগুলো নিজেদের জীবনে পূরণ হতে দেখেছেন: হিতোপদেশ ২৫:১১; উপদেশক ১২:১; ইব্রীয় ৬:১০?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট বা এর চেয়ে কম) বাইবেলের গল্প ১১১

  • সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

  • গান ১২ এবং প্রার্থনা