সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নভেম্বর ২৩-২৯

লেবীয় পুস্তক ৬–৭

নভেম্বর ২৩-২৯
  • গান ২ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • ঈশ্বরের উদ্দেশে স্তব-বলি”: (১০ মিনিট)

    • লেবীয় ৭:১১, ১২—ইস্রায়েলীয়রা যিহোবার উদ্দেশে স্তব বা গুণকীর্তনের জন্য স্বেচ্ছায় মঙ্গলার্থক বলি উৎসর্গ করে (প্রহরীদুর্গ ১৯.১১ ২২ অনু. ৯)

    • লেবীয় ৭:১৩-১৫—যে-ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে মঙ্গলার্থক বলি উৎসর্গ করতেন, তিনি রূপক অর্থে যিহোবার সঙ্গে ভোজন করতেন, যেটা এক শান্তিপূর্ণ সম্পর্ককে চিত্রিত করত (প্রহরীদুর্গ ০০ ৮/১৫ ১৫ অনু. ১৫)

    • লেবীয় ৭:২০—যিহোবা শুধুমাত্র শুচি ব্যক্তিদের প্রদান করা মঙ্গলার্থক বলি গ্রহণ করেন (প্রহরীদুর্গ ০০ ৮/১৫ ১৯ অনু. ৮)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)

    • লেবীয় ৬:১৩—যিহুদি রীতিনীতি অনুযায়ী বেদির উপর আগুন সবচেয়ে প্রথমে কে জ্বালিয়েছিলেন আর বাইবেল এই বিষয়ে কী জানায়? (অন্তর্দৃষ্টি-১ ৮৩৩ অনু. ১, ইংরেজি)

    • লেবীয় ৬:২৫—পাপার্থক বলি কীভাবে হোমবলি ও মঙ্গলার্থক বলির চেয়ে আলাদা ছিল? (প্রত্যেক শাস্ত্রলিপি ২৭ অনু. ১৫, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) লেবীয় ৬:১-১৮ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১৪৯

  • যিহোবার বন্ধু হওউপলব্ধি প্রকাশ করো: (৫ মিনিট) ভিডিওটা দেখান। এরপর, নির্বাচিত কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে মঞ্চে আমন্ত্রণ জানান আর তাদের ভিডিও থেকে প্রশ্ন জিজ্ঞেস করুন।

  • স্থানীয় প্রয়োজন: (১০ মিনিট)

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট বা এর চেয়ে কম) বাইবেলের গল্প ১১২

  • সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

  • গান ৪২ এবং প্রার্থনা