নভেম্বর ৩০–ডিসেম্বর ৬
লেবীয় পুস্তক ৮–৯
গান ১৪ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার আশীর্বাদের প্রমাণ”: (১০ মিনিট)
লেবীয় ৮:৬-৯, ১২—মোশি হারোণ ও তার ছেলেদের যাজকত্ব অর্পণ করেন (অন্তর্দৃষ্টি-১ ১২০৭, ইংরেজি)
লেবীয় ৯:১-৫—যাজকবর্গ সমগ্র ইস্রায়েল জাতির সামনে প্রথম বার পশু বলি উৎসর্গ করেন (অন্তর্দৃষ্টি-১ ১২০৮, অনু. ৮)
লেবীয় ৯:২৩, ২৪—যিহোবা দেখান যে, নিযুক্ত যাজকবর্গের উপর তাঁর অনুমোদন রয়েছে (প্রহরীদুর্গ ১৯.১১ ২৩ অনু. ১৩)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)
লেবীয় ৮:৬—যিহোবা যাজকদের শারীরিকভাবে শুচি থাকার বিষয়ে যে-আজ্ঞা দিয়েছিলেন, সেটা থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৪ ১১/১৫ ৯ অনু. ৬)
লেবীয় ৮:১৪-১৭—হারোণ ও তার ছেলেদের যাজকত্ব অর্পণ করার সময় কেন হারোণের পরিবর্তে মোশি বলি উৎসর্গ করেছিলেন? (অন্তর্দৃষ্টি-২ ৪৩৭ অনু. ৩, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) লেবীয় ৮:৩১–৯:৭ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর, গৃহকর্তার কাছে প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ নং ২, ২০২০ সালের পত্রিকা থেকে নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করুন আর তাকে সেই পত্রিকাটা অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর, আমাদের ওয়েবসাইটের প্রতি গৃহকর্তার মনোযোগ আকর্ষণ করান আর তাকে jw.org কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৪)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বই অধ্যায় ৮ অনু. ৬-৭ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
খ্রিস্টীয় জীবনযাপন
“পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—টেলিফোনে সাক্ষ্যদান করে”: (১৫ মিনিট) পরিচর্যা অধ্যক্ষ আলোচনা করবেন। ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট বা এর চেয়ে কম) বাইবেলের গল্প ১১৩
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
গান ৩৭ এবং প্রার্থনা