সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নভেম্বর ৯-১৫

লেবীয় পুস্তক ১–৩

নভেম্বর ৯-১৫
  • গান ৮ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • কেন বলি উৎসর্গ করা হত?”: (১০ মিনিট)

    • [লেবীয় পুস্তক বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]

    • লেবীয় ১:৩; ২:১, ১২—হোমবলি ও ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করার উদ্দেশ্য (অন্তর্দৃষ্টি-২ ৫২৫; ৫২৮ অনু. ৪, ইংরেজি)

    • লেবীয় ৩:১—মঙ্গলার্থক বলি উৎসর্গ করার উদ্দেশ্য (অন্তর্দৃষ্টি-২ ৫২৬ অনু. ১)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)

    • লেবীয় ২:১৩—কেন যাবতীয় উপহারে বা বলি উৎসর্গে লবণ দেওয়া গুরুত্বপূর্ণ ছিল? (যিহি ৪৩:২৪; প্রহরীদুর্গ ০৪ ৫/১৫ ২২ অনু. ১)

    • লেবীয় ৩:১৭—কেন ইস্রায়েলীয়দের চর্বি খেতে নিষেধ করা হয়েছিল আর এটা থেকে আমরা কী শিখতে পারি? (অন্তর্দৃষ্টি-১ ৮১৩, ইংরেজি; প্রহরীদুর্গ ০৪ ৫/১৫ ২২ অনু. ২)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) লেবীয় ১:১-১৭ (শিক্ষা দেওয়া পাঠ ১০)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন