লেবীয় পুস্তক ১–৩
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |কেন বলি উৎসর্গ করা হত?
১:৩; ২:১, ১২; ৩:১
মোশির ব্যবস্থায় ইস্রায়েলীয়দের বলা হয়েছিল, তারা যেন যিহোবার জন্য বিভিন্ন উপহার দেয় বা বলি উৎসর্গ করে। আর এটা যিহোবার হৃদয়কে আনন্দিত করত। এই বলি যিশুর মুক্তির মূল্যের বলিদান এবং এটা থেকে পাওয়া আশীর্বাদের এক পূর্বাভাস ছিল।—ইব্রীয় ৮:৩-৫; ৯:৯; ১০:৫-১০.
-
ঠিক যেমন বলি দেওয়ার জন্য পশুগুলোকে নির্দোষ বা নিখুঁত হতে হত, একইভাবে যিশুর মধ্যেও কোনো খুঁত ছিল না। তিনি তাঁর সিদ্ধ দেহ মুক্তির মূল্য হিসেবে উৎসর্গ করেছিলেন।—১পিতর ১:১৮, ১৯
-
ঠিক যেমন হোমবলি দেওয়ার সময় সম্পূর্ণ পশু যিহোবার উদ্দেশে উৎসর্গ করা হত, একইভাবে যিশু নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন
-
ঠিক যেমন মঙ্গলার্থক বলি যারা দিত, তাদের সঙ্গে যিহোবার ভালো সম্পর্ক ছিল, একইভাবে যে-সমস্ত অভিষিক্ত ব্যক্তি প্রভুর সান্ধ্যভোজে অংশ নেন, তাদের যিহোবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে