খ্রিস্টীয় জীবনযাপন
‘দুইটি সিকি পয়সার’ মূল্য
বিধবার দেওয়া দান এতটাই কম ছিল যে, তা দিয়ে এক বেলার খাবার কেনাও সম্ভব ছিল না। (“তার কাছে যা ছিল, সেটার পুরোটাই” লূক ২১:৪ পদের স্টাডি নোট দেখুন) কিন্তু, তার এই দান থেকে এটা বোঝা যায় যে, তিনি যিহোবাকে খুবই ভালোবাসতেন আর উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবস্থাকে সমর্থন করতে চাইতেন। এই কারণে, তার দেওয়া দান যিহোবার দৃষ্টিতে খুবই মূল্যবান ছিল।—মার্ক ১২:৪৩.
‘সদাপ্রভুর উদ্দেশে হস্তপূরণ দান’ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
আমরা যে-দান দিয়ে থাকি, তা থেকে কোন কোন কাজ করা হয়?
-
আমাদের দান খুবই সামান্য বলে মনে হলেও, কেন সেটা যিহোবার দৃষ্টিতে মূল্যবান?
-
দান দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য আমরা কোথা থেকে পেতে পারি?—“ অনলাইন থেকে আরও জানুন” শিরোনামের বাক্সটা দেখুন