ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিপ্তহ যিহোবার প্রতি মনোযোগ দিয়েছিলেন
যিপ্তহ অন্যদের সঙ্গে তার সমস্যার প্রতি মনোযোগ দেননি (বিচার ১১:৫-৯; প্রহরীদুর্গ ১৬.০৪ ৭ অনু. ৯)
যিহোবা তাঁর লোকদের সঙ্গে যেভাবে আচরণ করতেন, তা থেকে যিপ্তহ শিক্ষা লাভ করেছিলেন (বিচার ১১:১২-১৫; প্রহরীদুর্গ ০৭ ৫/১৫ ৯ অনু. ২-৩)
যিপ্তহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ বজায় রেখেছিলেন আর তা হল, যিহোবাই হলেন সত্য ঈশ্বর (বিচার ১১:২৩, ২৪, ২৭; প্রহরীদুর্গ ০৭ ৫/১৫ ৯ অনু. ৪)
কোন নির্দিষ্ট উপায়গুলোতে আমি দেখাচ্ছি যে, আমি যিহোবার প্রতি মনোযোগ দিই?