ঈশ্বরের বাক্যের গুপ্তধন
সাহস ও কৌশলতার এক ঘটনা
[বিচারকর্ত্তৃগণের বিবরণ বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
ইজরায়েলকে মোয়াবীয়দের হাত থেকে উদ্ধার করার জন্য যিহোবা এহূদকে নিযুক্ত করেছিলেন (বিচার ৩:১৫; প্রহরীদুর্গ ০৪ ৩/১৫ ৩১ অনু. ৩)
এহূদ রাজা ইগ্লোনকে হত্যা করেন এবং ইজরায়েলকে বিজয়ী করেন (বিচার ৩:১৬-২৩, ৩০; প্রহরীদুর্গ ০৪ ৩/১৫ ৩০ অনু. ১-৩)
এই ঘটনা সাহস এবং যিহোবার উপর নির্ভর করার বিষয়ে আমাদের কী শেখায়?