নভেম্বর ৮-১৪
যিহোশূয়ের পুস্তক ২০-২২
গান ২১ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ভুল বোঝাবুঝির একটা ঘটনা থেকে শেখা”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
যিহো ২১:৪৩, ৪৪—এই পদের কথাগুলো কেন সত্য, যদিও কনানীয়দের মধ্যে অনেককে পরাজিত করা যায়নি? (অন্তর্দৃষ্টি-১ ৪০২ অনু. ৩, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) যিহো ২০:১–২১:৩ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। পুনর্সাক্ষাৎ: বাইবেল—প্রকা ২১:৩, ৪ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৪)
খ্রিস্টীয় জীবনযাপন
গান ৫৪
স্থানীয় প্রয়োজন: (১৫ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ১৪ অনু. ১-৯
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৪১ এবং প্রার্থনা