সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবার ধৈর্যের সীমা আছে

যিহোবার ধৈর্যের সীমা আছে

যিহোবা অশূরকে ইজরায়েল আক্রমণ করতে দিয়েছিলেন (২রাজা ১৭:৫, ৬; প্রহরীদুর্গ ০৫ ১১/১৫ ২৯ অনু. ১৬)

যিহোবা তাঁর লোকদের শাসন করেছিলেন, কারণ তারা এমন কাজ করে চলেছিল, যেগুলো যিহোবার চোখে জঘন্য (২রাজা ১৭:৯-১২; প্রহরীদুর্গ ১২ ৭/১ ২৬ অনু. ২; প্রহরীদুর্গ ০১ ১১/১ ১০ অনু. ১০)

যিহোবা ইজরায়েলের প্রতি ধৈর্য দেখিয়েছিলেন এবং বার বার তাদের সতর্ক করেছিলেন (২রাজা ১৭:১৩, ১৪)

আমাদের প্রেমময় স্বর্গস্থ পিতা অসিদ্ধ মানুষের প্রতি অনেক ধৈর্য দেখান। (২পিতর ৩:৯) কিন্তু, তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য তিনি খুব তাড়াতাড়ি দুষ্ট লোকদের ধ্বংস করবেন। এটা জানার ফলে কীভাবে আমরা শাসন মেনে নেওয়ার এবং জোরকদমে প্রচার করে চলার জন্য উৎসাহিত হই?