ডিসেম্বর ২৬, ২০২২–জানুয়ারি ১, ২০২৩
২ রাজাবলি ২০-২১
গান ৬ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আমাদের প্রার্থনা শুনে যিহোবা সাহায্য করে থাকেন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২রাজা ২১:১৩—কোন অর্থে যিহোবা জেরুসালেমকে মাপার জন্য মাপার যন্ত্র ব্যবহার করবেন? (অন্তর্দৃষ্টি-২ ২৪০ অনু. ১, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২রাজা ২১:১-১৫ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। যদি কেউ বলে, “আমি ব্যস্ত,” “আমার নিজের ধর্ম রয়েছে,” “আমি এখন কাজে যাচ্ছি” অথবা এই ধরনের কোনো কথা বলে, তখন আপনি কী বলতে পারেন, তা দেখান। (শিক্ষা দেওয়া পাঠ ৪)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। সেই ব্যক্তিকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বলুন এবং তাকে jw.org কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৮ বিষয় ৬ (শিক্ষা দেওয়া পাঠ ১৯)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“আমাদের প্রার্থনাকে যিহোবা খুবই মূল্যবান হিসেবে দেখেন”: (১৫ মিনিট) আলোচনা। প্রার্থনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩২ বিষয় ৫-৬ এবং সারাংশ, পুনরালোচনা ও লক্ষ্য
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৫৪ এবং প্রার্থনা