সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

আমাদের প্রার্থনাকে যিহোবা খুবই মূল্যবান হিসেবে দেখেন

আমাদের প্রার্থনাকে যিহোবা খুবই মূল্যবান হিসেবে দেখেন

যিহোবার ইচ্ছার সঙ্গে মিল রেখে করা প্রার্থনা সুগন্ধি ধূপের মতো, যা নিয়মিতভাবে মন্দিরে যিহোবার সামনে জ্বালানো হত। (গীত ১৪১:২) আমরা যখন আমাদের স্বর্গস্থ পিতার প্রতি আমাদের প্রেম ও উপলব্ধি প্রকাশ করি, তাকে আমাদের চিন্তার বিষয়গুলো এবং আকাঙ্ক্ষা সম্বন্ধে বলি আর তাঁর কাছে নির্দেশনা চাই, তখন আমরা দেখাই যে, তাঁর সঙ্গে আমাদের বন্ধুত্বকে আমরা মূল্যবান বলে মনে করি। অবশ্য, আমাদের সভাগুলোতে সবার সামনে করা প্রার্থনাকে তিনি আমাদের উপাসনার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে থাকেন। কিন্তু, আমরা যখন ব্যক্তিগতভাবে হৃদয় উজাড় করে প্রার্থনা করি এবং আরও বেশি সময় নিয়ে তাঁর সঙ্গে কথা বলি, তখন যিহোবা নিশ্চয়ই অনেক আনন্দিত হন!—হিতো ১৫:৮.

প্রার্থনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ভাই জনসন যিহোবার সেবায় কোন কোন বিশেষ দায়িত্ব পালন করেন?

  • ভাই জনসন প্রার্থনার মাধ্যমে কীভাবে যিহোবার উপর নির্ভর করেন?

  • ভাই জনসনের অভিজ্ঞতা থেকে আপনি কী শিখেছেন?