ডিসেম্বর ৫-১১
২ রাজাবলি ১৩-১৫
গান ২৯ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“পূর্ণ হৃদয় দিয়ে চেষ্টা করলে প্রচুর আশীর্বাদ পাওয়া যায়”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২রাজা ১৩:২০, ২১—এই অলৌকিক কাজটা কি দেখায়, ধর্মীয় স্মৃতিচিহ্ন বা স্থানগুলোর প্রতি সম্মান দেখানো উচিত? (প্রহরীদুর্গ ০৫ ৮/১ ১১ অনু. ৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২রাজা ১৩:২০–১৪:৭ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশারের পাঠ ০১ ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
বক্তৃতা: (৫ মিনিট) রাজ্যের পরিচর্যা ৮/০৩ ১—মূলভাব: এমন কাজ, যা সতেজ করে। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“যিহোবা আমাদের পরিশ্রমের কথা মনে রাখেন”: (১০ মিনিট) আলোচনা। যিহোবা মনে রাখেন শিরোনামের ভিডিওটা দেখান।
স্থানীয় প্রয়োজন: (৫ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩০
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১২ এবং প্রার্থনা