খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
কীভাবে গড়িমসি করা এড়ানো যায়?
যে-ব্যক্তি গড়িমসি করে থাকেন, তিনি একটা কাজ সঙ্গেসঙ্গে না করে বরং পরে করবেন বলে চিন্তা করেন। যিহোবা যখন যেহূকে আহাবের পরিবারকে বিনষ্ট করে দেওয়ার কাজ দিয়েছিলেন, তখন তিনি গড়িমসি করেননি। (২রাজা ৯:৬, ৭, ১৬) কেউ কেউ বলে থাকে: “আমি হয়তো কয়েক বছরের মধ্যেই বাপ্তিস্ম নেব।” “খুব তাড়াতাড়ি আমি প্রতিদিন বাইবেল পড়া শুরু করব।” “একটা ভালো চাকরি পাওয়ার পর আমি অগ্রগামীর কাজ শুরু করব।” বাইবেল আমাদের উপাসনার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে গড়িমসি করা এড়িয়ে চলতে সাহায্য করে।
নীচে দেওয়া শাস্ত্রপদগুলো কীভাবে আমাদের গড়িমসি করা এড়িয়ে চলতে উৎসাহিত করে?