ঈশ্বরের বাক্যের গুপ্তধন
তিনি সাহস, দৃঢ়তা ও উদ্যোগের সঙ্গে কাজ করেছিলেন
যিহোবা যেহূকে দুষ্ট রাজা আহাবের পরিবারকে বিনষ্ট করে দেওয়ার কাজ দিয়েছিলেন (২রাজা ৯:৬, ৭; প্রহরীদুর্গ ১১ ১১/১৫ ৩ অনু. ২)
যেহূ দেরি না করে রাজা যিহোরাম (আহাবের ছেলে) এবং রানি ঈষেবলকে (আহাবের বিধবা স্ত্রী) হত্যা করেন (২রাজা ৯:২২-২৪, ৩০-৩৩; প্রহরীদুর্গ ১১ ১১/১৫ ৪ অনু. ২-৩; “’আহাবের পুরো পরিবার বিনষ্ট হয়ে যাবে’—২রাজা ৯:৮” শিরোনামের তালিকা দেখুন)
যেহূ সমস্ত কাজ শেষ করেছিলেন আর এভাবে সাহস, দৃঢ়তা ও উদ্যোগ দেখিয়েছিলেন (২রাজা ১০:১৭; প্রহরীদুর্গ ১১ ১১/১৫ ৫ অনু. ৩-৪)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘মথি ২৮:১৯, ২০ পদের আদেশ অনুযায়ী কাজ করার সময় কীভাবে আমি যেহূকে অনুকরণ করতে পারি?’