নভেম্বর ২৮–ডিসেম্বর ৪
২ রাজাবলি ১১-১২
গান ৯ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“একজন উচ্চাকাঙ্ক্ষী, দুষ্ট মহিলাকে শাস্তি দেওয়া হয়”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২রাজা ১২:১—কেন যিহোবা যিহোয়াশকে জীবিত রেখেছিলেন? (প্রহরীদুর্গ ০৫ ১১/১ ২৬ অনু. ২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২রাজা ১১:১-১২ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৪)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। সেই ব্যক্তিকে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং তাকে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন। কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৮ গভীরভাবে গবেষণা করুন এবং বিষয় ৪ (শিক্ষা দেওয়া পাঠ ৬)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“কেন খ্রিস্টানদের প্রচেষ্টা করতে হবে?”: (১৫ মিনিট) আলোচনা। কেন প্রচেষ্টা করবেন? (১তীম ৩:১) শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ২৯
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৪৭ এবং প্রার্থনা