ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আহাবের পুরো পরিবার বিনষ্ট হয়ে যাবে”—২রাজা ৯:৮
যিহূদা রাজ্য
যিহোশাফট রাজা হন
খ্রিস্টপূর্ব প্রায় ৯১১ সাল: যিহোরাম (যিহোশাফটের ছেলে; আহাব ও ঈষেবলের মেয়ে অথলিয়ার স্বামী) একমাত্র রাজা হন
খ্রিস্টপূর্ব প্রায় ৯০৬ সাল: অহসিয় (আহাব ও ঈষেবলের নাতি) রাজা হন
খ্রিস্টপূর্ব প্রায় ৯০৫ সাল: অথলিয়া পুরো রাজবংশকে হত্যা করেন এবং সিংহাসন দখল করেন। একমাত্র তার নাতি যিহোয়াশ রক্ষা পান এবং মহাযাজক যিহোয়াদা তাকে অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখেন।—২রাজা ১১:১-৩
খ্রিস্টপূর্ব ৮৯৮ সাল: যিহোয়াশ রাজা হন। মহাযাজক যিহোয়াদা রানি অথলিয়াকে হত্যা করেন।—২রাজা ১১:৪-১৬
ইজরায়েল রাজ্য
খ্রিস্টপূর্ব প্রায় ৯২০ সাল: অহসিয় (আহাব ও ঈষেবলের ছেলে) রাজা হন
খ্রিস্টপূর্ব প্রায় ৯১৭ সাল: যিহোরাম (আহাব ও ঈষেবলের ছেলে) রাজা হন
খ্রিস্টপূর্ব প্রায় ৯০৫ সাল: যেহূ ইজরায়েলের রাজা যিহোরামকে এবং তার ভাইদের, যিহোরামের মাকে (ঈষেবল) আর যিহূদার রাজা অহসিয় এবং তার ভাইদের হত্যা করেন।—২রাজা ৯:১৪–১০:১৭
খ্রিস্টপূর্ব প্রায় ৯০৪ সাল: যেহূ রাজা হিসেবে শাসন করতে শুরু করেন