সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

“তোমরা সবসময় অন্যদের দান কোরো“

“তোমরা সবসময় অন্যদের দান কোরো“

যিশু বোঝাতে চেয়েছিলেন, আমরা যদি অন্যদের প্রতি উদারতা দেখাই, তা হলে অন্যেরাও আমাদের প্রতি উদারতা দেখাবে। (লূক ৬:৩৮) আপনি যখন নিয়মিতভাবে অন্যদের দান করবেন, তখন আপনার ভাই-বোনেরা সদয় ও উদার হওয়ার জন্য উৎসাহিত হবে।

আনন্দ সহকারে দান করা হল আমাদের উপাসনার অংশ। যে-সহখ্রিস্টানদের সাহায্যের প্রয়োজন রয়েছে, তাদের প্রতি আমরা যদি উদারতা দেখাই, তা হলে যিহোবা তা লক্ষ করেন এবং আমাদের পুরস্কার দেবেন বলে প্রতিজ্ঞা করেন।—হিতো ১৯:১৭.

আপনাদের নিয়মিত দানের জন্য অনেক ধন্যবাদ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে আপনাদের দান ভাই-বোনদের সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছে?

  • বেশি অথবা অল্প, যেটাই হোক, কেন আমাদের নিয়মিতভাবে দান করা উচিত?—এ ছাড়া, jw.org ওয়েবসাইটে “অতিরিক্ত বিষয়ের দ্বারা অভাব পূরণ হয়” শিরোনামের প্রবন্ধ দেখুন।