ঈশ্বরের বাক্যের গুপ্তধন
ইয়োব কীভাবে তার আচার-আচরণে শুদ্ধতা বজায় রেখেছিলেন?
ইয়োব তার চোখের সঙ্গে চুক্তি করেছিলেন (ইয়োব ৩১:১; প্রহরীদুর্গ ১০ ৪/১৫ ২১ অনু. ৮)
ইয়োব সবসময় এই বিষয়টা মাথায় রেখেছিলেন যে, খারাপ কাজ করার পরিণতি কী হতে পারে (ইয়োব ৩১:২, ৩; প্রহরীদুর্গ ০৮ অক্টোবর-ডিসেম্বর ৩১)
ইয়োব মনে রেখেছিলেন, যিহোবা তার আচার-আচরণ লক্ষ করেন (ইয়োব ৩১:৪; প্রহরীদুর্গ ১০ ১১/১৫ ৫-৬ অনু. ১৫-১৬)
আচার-আচরণে শুদ্ধ থাকার মানে শুধুমাত্র বাইরে থেকেই নয়, কিন্তু ভিতর থেকেও শুদ্ধ থাকা। আমাদের কখনোই আমাদের হৃদয়ে খারাপ বিষয়গুলোকে বাড়তে দেওয়া উচিত নয়।—মথি ৫:২৮.