খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
বেথেল পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার এক চমৎকার ব্যবস্থা
প্রত্যেকে কোনো-না-কোনো সময়ে সমস্যার মুখোমুখি হয়। সেই ক্ষেত্রে তাদের সান্ত্বনা ও সাহায্যের প্রয়োজন হয়। এমনকী সেই ভাই-বোনেরাও সমস্যার মুখোমুখি হওয়ার সময়ে নিরুৎসাহিত হয়ে পড়ে, যাদের যিহোবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক রয়েছে অথবা সংগঠনে যাদের বড়ো বড়ো দায়িত্ব সামলাতে হয়। (ইয়োব ৩:১-৩; গীত ৩৪:১৯) তাই, বেথেল পরিবারের সদস্যদের সান্ত্বনা ও উৎসাহ দেওয়ার জন্য নিয়মিতভাবে তাদের সঙ্গে পালকীয় সাক্ষাৎ করা হয়। এই ব্যবস্থা থেকে আমরা কী শিখতে পারি?
“ঈশ্বরের উপর নির্ভর করুন” শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
বেথেল পরিবারের সদস্যদের কোন কোন সমস্যার মুখোমুখি হতে হয়?
-
তাদের সান্ত্বনা দেওয়ার জন্য যে-ভাইয়েরা পালকীয় সাক্ষাৎ করেন, তারা কোন চারটে বিষয় করে থাকেন?
-
যে-ভাইয়েরা তাদের সঙ্গে পালকীয় সাক্ষাৎ করেন, কীভাবে তারা নিজেরা উপকৃত হন?