খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
‘আপনার যা আছে, তাতেই সন্তুষ্ট থাকুন’
আমরা যদি গরিব হই, তা হলে আমাদের এমন কিছু করার জন্য প্রলোভিত করা হতে পারে, যেটা যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্বকে দুর্বল করে দিতে পারে। যেমন, আমাদের সামনে হয়তো প্রচুর টাকাপয়সা অর্জন করার প্রলোভন আসে। আমরা যদি টাকাপয়সা অর্জন করার পিছনেই বেশিরভাগ সময় দিই, তা হলে আমাদের জন্য যিহোবার সেবা করা অনেক কঠিন হয়ে পড়বে। তাই, ইব্রীয় ১৩:৫ পদে লেখা কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব।
“টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলো না”
-
প্রার্থনা করুন এবং তারপর চিন্তা করুন, আপনার কাছে টাকাপয়সা কতটা গুরুত্বপূর্ণ আর এই ক্ষেত্রে আপনি আপনার সন্তানদের সামনে কেমন উদাহরণ রাখছেন।—সচেতন থাক! ১৫ অক্টোবর-ডিসেম্বর ৬.
“তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকো”
-
আপনার যদি মনে হয়, আপনি যা পেতে চান, সেগুলো আপনার প্রয়োজন, তা হলে নিজের চিন্তাভাবনা পরিবর্তন করুন।—প্রহরীদুর্গ ১৬.০৭ ৭ অনু. ১-২.
“আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না”
-
যিহোবার উপর আস্থা রাখুন, আপনি যদি তাঁর রাজ্যকে আপনার জীবনে প্রথম স্থান দেন, তা হলে তিনি আপনার প্রয়োজনীয় বিষয়গুলো জোগাতে সাহায্য করবেন।—প্রহরীদুর্গ ১৪ ৪/১৫ ২১ অনু. ১৭.
আর্থিক সমস্যা সত্ত্বেও আমাদের ভাই-বোনেরা যেভাবে প্রকৃত শান্তি লাভ করে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:
ভাই মিগেল নোভোয়ার কাছ থেকে আপনি কী শিখেছেন?