সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

একজন ব্যক্তি ধনী হোন বা গরিব, ধার্মিকতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই

একজন ব্যক্তি ধনী হোন বা গরিব, ধার্মিকতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই

সোফর বলেছিলেন, ঈশ্বর মন্দ ব্যক্তিদের কাছ থেকে ধনসম্পদ কেড়ে নেন। এটা বলার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন, ইয়োব একজন মন্দ ব্যক্তি (ইয়োব ২০:৫, ১০, ১৫)

উত্তরে ইয়োব বলেছিলেন: “কেন মন্দ লোকেরা বেশি দিন বাঁচে, সুখে থাকে এবং ধনসম্পদ অর্জন করে?” (ইয়োব ২১:৭-৯)

যিশুর উদাহরণ দেখায় যে, একজন ধার্মিক ব্যক্তির কাছে বেশি টাকাপয়সা না-ও থাকতে পারে (লূক ৯:৫৮)

ধ্যানের জন্য: একজন ধার্মিক ব্যক্তি ধনী কিংবা গরিব যে-ই হোন না কেন, তার কাছে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ?—লূক ১২:২১; প্রহরীদুর্গ ০৭ ৮/১ ২৯ অনু. ১২.