নভেম্বর ৬-১২
ইয়োব ১৩-১৪
গান ১৫১ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“একজন ব্যক্তি যদি মারা যান, তা হলে তিনি কি আবারও জীবিত হতে পারেন?”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
ইয়োব ১৩:১২—কেন ইয়োব বলেছিলেন, তার মিথ্যা বন্ধুদের কথাগুলো “ছাইয়ের মতো”? (অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ১৯১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ইয়োব ১৩:১-২৮ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। প্রথম সাক্ষাৎ: কাজে লাগানো যায় এমন পরামর্শ—২তীম ৩:১৬, ১৭ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন। (শিক্ষা দেওয়া পাঠ ২)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই বিভাগ ১ পুনরালোচনা প্রশ্ন ১-৫ (শিক্ষা দেওয়া পাঠ ১৯)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
‘কিছু আলাদা করে রাখুন’: (১৫ মিনিট) আলোচনা এবং ভিডিও। একজন প্রাচীন তুলে ধরবেন। মণ্ডলীর ভাই-বোনদের প্রশংসা করুন, যারা আগে থেকে কিছু টাকাপয়সা আলাদা করে রাখে, যাতে রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দান দিতে পারে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া বই অধ্যায় ১ অনু. ১৬-২১
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৭৬ এবং প্রার্থনা