ডিসেম্বর ১৬-২২
গীতসংহিতা ১১৯:৫৭-১২০
গান ১২৯ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. কীভাবে আমরা কষ্টের মধ্যে ধৈর্য ধরতে পারি?
(১০ মিনিট)
ক্রমাগত ঈশ্বরের বাক্য পড়ুন এবং তা নিয়ে অধ্যয়ন করুন (গীত ১১৯:৬১; প্রহরীদুর্গ ০৬ ৬/১৫ ২০ অনু. ২; প্রহরীদুর্গ ০০ ১২/১ ১৪ অনু. ৩)
পরীক্ষার মাধ্যমে নিজেকে পরিশোধন করুন (গীত ১১৯:৭১; প্রহরীদুর্গ ০৬ ৯/১ ১৪ অনু. ৪)
যিহোবার কাছে প্রার্থনা করুন, যেন তিনি আপনাকে সান্ত্বনা দেন (গীত ১১৯:৭৬; প্রহরীদুর্গ ১৭.০৭ ১৩ অনু. ৩, ৫)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘যিহোবা কোন কোন উপায়ে আমাকে কষ্টের মধ্যে ধৈর্য ধরতে সাহায্য করেছেন?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
গীত ১১৯:৯৬—এই শাস্ত্রপদের অর্থ কী হতে পারে? (প্রহরীদুর্গ ০৬ ৯/১ ১৪ অনু. ৫)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ১১৯:৫৭-৮০ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তাকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বলুন এবং jw.org কনট্যাক্ট কার্ড দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৫)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে পরবর্তী জনসাধারণের উদ্দেশে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানান। কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৩)
৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন
(৫ মিনিট) নমুনা। চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ২৬ ভূমিকা এবং বিষয় ১-৩—মূলভাব: কেন পৃথিবীতে এত দুষ্টতা ও দুঃখকষ্ট রয়েছে? (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৩)
গান ১১৪
৭. যিহোবা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করেন
(১৫ মিনিট) আলোচনা।
ধৈর্য ধরার অর্থ হল, কষ্ট সহ্য করার সময় আমরা যেন হাল ছেড়ে না দিই। এর অর্থ এটাও যে, আমরা যেন বিশ্বাসে স্থির থাকি, কষ্টের মধ্যেও সঠিক মনোভাব বজায় রাখি আর সেই সময়ের অপেক্ষায় থাকি, যখন কষ্ট আর থাকবে না। আমরা যদি ধৈর্য ধরি, তা হলে সমস্যা এলেও আমরা যিহোবার সেবা থেকে ‘সরে পড়ব’ না অথবা সেবা করা কমিয়ে দেব না। (ইব্রীয় ১০:৩৬-৩৯) আর যিহোবা আমাদের কষ্টের মধ্যে ধৈর্য ধরার জন্য সাহায্য করতে চান।—ইব্রীয় ১৩:৬.
যিহোবা কোন কোন উপায়ে আমাদের ধৈর্য ধরতে সাহায্য করেন, তা প্রতিটা শাস্ত্রপদের নীচে লিখুন।
কঠিন পরিস্থিতিতে থাকা ভাই-বোনদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
-
যে-সমস্ত ভাই-বোনেরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাদের বিষয়ে জানার জন্য কীভাবে আমরা jw.org ওয়েবসাইট ব্যবহার করতে পারি?
-
কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের অন্যদের জন্য প্রার্থনা করার ব্যাপারে প্রশিক্ষণ দিতে পারে আর প্রশিক্ষণ দেওয়া কেন উপকারজনক?
-
যিহোবা যেন ভাই-বোনদের ধৈর্য ধরার জন্য সাহায্য করেন, সেই বিষয়ে প্রার্থনা করা কেন গুরুত্বপূর্ণ?
-
অন্যদের জন্য প্রার্থনা করা কীভাবে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য ধরার জন্য সাহায্য করতে পারে?