সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ডিসেম্বর ২৩-২৯

গীতসংহিতা ১১৯:১২১-১৭৬

ডিসেম্বর ২৩-২৯

গান ৩১ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. কীভাবে আমরা অযথা নিজেদের জন্য কষ্ট ডেকে আনা এড়াতে পারি?

(১০ মিনিট)

ঈশ্বরের আজ্ঞাগুলো ভালোবাসুন (গীত ১১৯:১২৭; প্রহরীদুর্গ ১৮.০৬ ১৭ অনু. ৫-৬)

মন্দ বিষয়গুলো ঘৃণা করুন (গীত ১১৯:১২৮; প্রহরীদুর্গ ব্রোশার ৩৩ অনু. ১২)

যিহোবার বাধ্য হোন এবং সেই ব্যক্তিদের মতো ভুল করা এড়িয়ে চলুন, “যাদের অভিজ্ঞতা নেই” (গীত ১১৯:১৩০, ১৩৩; হিতো ২২:৩)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘যিহোবার আজ্ঞাগুলো মেনে চলার এবং মন্দ বিষয়গুলো ঘৃণা করার জন্য আমাকে কোন কোন পরিবর্তন করতে হবে?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তিকে বলুন যে, তিনি যে-বিষয়ে আগ্রহী, সেই বিষয়ে কীভাবে তিনি jw.org ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে বের করতে পারেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৩)

৬. শিষ্য করার সময়

(৫ মিনিট) নিয়মিতভাবে সভায় আসেন না এমন একজন বাইবেল ছাত্রের সঙ্গে আলোচনা। (লোকদের ভালোবাসুন পাঠ ১২ বিষয় ৪)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১২১

৭. টাকাপয়সার প্রতি ভালোবাসা অযথা কষ্ট ডেকে আনে

(১৫ মিনিট) আলোচনা।

যারা টাকাপয়সার পিছনে দৌড়ায়, তারা “নিজেদের উপর অনেক দুঃখ ডেকে” আনে। (১তীম ৬:৯, ১০) আমরাও যদি টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলি অথবা মনে করি যে, টাকাপয়সাই সব কিছু, তা হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে, যেমনটা নীচে তুলে ধরা হয়েছে:

  • যিহোবার সঙ্গে আমাদের কাছের সম্পর্ক থাকবে না।—মথি ৬:২৪

  • আমাদের কাছে যা আছে, তা নিয়ে আমরা কখনো সুখী থাকতে পারব না।—উপ ৫:১০

  • ভুল কাজ করা, মিথ্যা কথা বলা, চুরি করা এবং বিশ্বাসঘাতকতা করার মতো কাজ থেকে দূরে থাকা আমাদের জন্য আরও কঠিন হয়ে যাবে। (হিতো ২৮:২০) আর আমরা যদি কোনো ভুল করে ফেলি, তা হলে আমাদের বিবেক দংশন করবে, আমাদের সুনাম নষ্ট হয়ে যাবে আর যিহোবাও আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন

ইব্রীয় ১৩:৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্ন নিয়ে আলোচনা করুন:

  • টাকাপয়সার প্রতি কোন দৃষ্টিভঙ্গি রাখলে আমরা নিজেদের জন্য কষ্ট ডেকে আনব না এবং কেন?

হতে পারে টাকাপয়সার প্রতি আমাদের ভালোবাসা নেই। আমরা যদি ভেবে-চিন্তে টাকাপয়সা খরচ না করি, তা হলেও আমরা নিজেদের জন্য কষ্ট ডেকে আনতে পারি।

ভেবে-চিন্তে টাকাপয়সা খরচ করো শিরোনামের হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • কেন আমাদের খরচের একটা তালিকা তৈরি করা উচিত আর কীভাবে আমরা তা করতে পারি?

  • কেন কিছু টাকা জমিয়ে রাখা ভালো?

  • কেন আমাদের অযথা ঋণ নেওয়া উচিত নয়?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১০১ এবং প্রার্থনা