সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ডিসেম্বর ২-৮

গীতসংহিতা ১১৩-১১৮

ডিসেম্বর ২-৮

গান ১২৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. কীভাবে আমরা যিহোবার প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি?

(১০ মিনিট)

যিহোবা আমাদের সুরক্ষিত রাখেন, আমাদের প্রতি দয়া দেখান এবং আমাদের উদ্ধার করেন (গীত ১১৬:৬-৮; প্রহরীদুর্গ ০১ ১/১ ১১ অনু. ১৩)

যিহোবার আইন এবং তাঁর শিক্ষাগুলো মেনে চলার মাধ্যমে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি (গীত ১১৬:১২, ১৪; প্রহরীদুর্গ ০৯ ৭/১৫ ২৯ অনু. ৪-৫)

যিহোবার কাছে “ধন্যবাদের বলি উৎসর্গ” করার মাধ্যমে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি (গীত ১১৬:১৭; প্রহরীদুর্গ ১৯.১১ ২২-২৩ অনু. ৯-১১)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. খোলাখুলিভাবে পরামর্শ দিন—যিশু কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান এবং এরপর লোকদের ভালোবাসুন পাঠ ১২ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।

৫. খোলাখুলিভাবে পরামর্শ দিন—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৬০

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ২৯ এবং প্রার্থনা