ডিসেম্বর ৩০, ২০২৪–জানুয়ারি ৫, ২০২৫
গীতসংহিতা ১২০-১২৬
গান ১৪৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. তারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনেছে, কিন্তু আনন্দের সঙ্গে শস্য কেটেছে
(১০ মিনিট)
ইজরায়েলীয়েরা সেই সময় অনেক আনন্দিত হয়েছিল, যখন বিশুদ্ধ উপাসনা করার জন্য তাদের বাবিল থেকে মুক্ত করা হয়েছিল (গীত ১২৬:১-৩)
যারা যিহূদিয়ায় ফিরে গিয়েছিল, তাদের হয়তো চোখের জল ফেলতে হয়েছিল, কারণ তাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছিল (গীত ১২৬:৫; প্রহরীদুর্গ ০৪ ৬/১ ১৬ অনু. ১০)
তারপরও লোকেরা হাল ছেড়ে দেয়নি আর তাই তারা আশীর্বাদ লাভ করেছিল (গীত ১২৬:৬; প্রহরীদুর্গ ২১.১১ ২৪ অনু. ১৭; প্রহরীদুর্গ ০১ ৭/১৫ ১৮-১৯ অনু. ১৩-১৪; ছবি দেখুন)
ধ্যানের জন্য: আরমাগিদোন থেকে রক্ষা পেয়ে নতুন জগতে যাওয়ার পর আমরা যখন সব কিছু নতুন করে তৈরি করব, তখন আমাদের সামনে কোন কোন সমস্যা আসবে? আর সেইসঙ্গে আমরা কোন কোন আশীর্বাদ লাভ করব?
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
গীত ১২৪:২-৫—আমরা কি আশা করতে পারি যে, যিহোবা আমাদের রক্ষা করবেন, যেমনটা তিনি ইজরায়েলীয়দের রক্ষা করেছিলেন? (যিহোবার নিকটবর্তী হোন ৭৩ অনু. ১৫)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ১২৪:১–১২৬:৬ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৫)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। আগের বার গৃহকর্তা বাইবেলের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৫)
৬. শিষ্য করার সময়
গান ১৫৫
৭. ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো থেকে আনন্দ লাভ করুন
(১৫ মিনিট) আলোচনা।
বাবিলে বন্দি থাকা ইজরায়েলীয়দের কাছে যিহোবা যে-সমস্ত প্রতিজ্ঞা করেছিলেন, তিনি সেগুলো পূর্ণ করেছিলেন। তিনি তাদের বন্দিত্ব থেকে মুক্ত করেছিলেন এবং তাদের পাপ ক্ষমা করে দিয়েছিলেন। (যিশা ৩৩:২৪) এ ছাড়া, তিনি তাদের এবং তাদের গৃহপালিত পশুদের সেই সমস্ত সিংহ ও হিংস্র পশুদের হাত থেকে রক্ষা করেছিলেন, যেগুলো বাবিলে থাকার সময় যিহূদিয়ায় ভরে গিয়েছিল। (যিশা ৬৫:২৫) তারা নিজেদের বাড়িতে শান্তিতে থাকতে পেরেছিল নিজেদের আঙুরের বাগান থেকে ফল খাওয়ার সুখ লাভ করেছিল। (যিশা ৬৫:২১) শুধু তা-ই নয়, ঈশ্বর তাদের প্রচেষ্টার উপর আশীর্বাদ করেছিলেন এবং তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পেরেছিল।—যিশা ৬৫:২২, ২৩.
ঈশ্বর যে-শান্তির প্রতিজ্ঞা করেছেন, তাতে আনন্দ করুন—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
-
কীভাবে এই ভবিষ্যদ্বাণীগুলো বর্তমানে পরিপূর্ণ হচ্ছে?
-
কীভাবে এই ভবিষ্যদ্বাণীগুলো নতুন জগতে আরও বড়ো আকারে পরিপূর্ণ হবে?
-
আপনি কোন ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২০ অনু. ৮-১২, ১৬১ পৃষ্ঠার বাক্স