ডিসেম্বর ৯-১৫
গীতসংহিতা ১১৯:১-৫৬
গান ১২৩ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. “কীভাবে একজন যুবক নিজের পথকে শুচি রাখতে পারে?”
(১০ মিনিট)
সতর্ক থাকুন (গীত ১১৯:৯; প্রহরীদুর্গ ৮৭ ১১/১ ১৮ অনু. ১০, ইংরেজি)
যিহোবার নির্দেশনাগুলো আঁকড়ে ধরে রাখুন (গীত ১১৯:২৪, ৩১, ৩৬; প্রহরীদুর্গ ০৬ ৬/১৫ ২৫ অনু. ১)
মূল্যহীন বিষয়গুলো থেকে আপনার চোখ সরিয়ে নিন (গীত ১১৯:৩৭; প্রহরীদুর্গ ১০ ৪/১৫ ২০ অনু. ২)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘কোন নির্দেশনাগুলো মেনে চললে আমি খারাপ চিন্তাভাবনা, কথাবার্তা ও কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারি?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
গীত ১১৯—কীভাবে এই গীত রচনা করা হয়েছে এবং কেন? (প্রহরীদুর্গ ০৫ ৪/১৫ ১০ অনু. ২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ১১৯:১-৩২ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। ঘরে ঘরে প্রচারে এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার সময় একজন ব্যক্তির সঙ্গে আপনার দেখা হয়। তার সঙ্গে কথা শুরু করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৪)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। আগের বার গৃহকর্তা বলেছিলেন যে, সম্প্রতি তিনি তার প্রিয়জনকে মৃত্যুতে হারিয়েছেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)
৬. বক্তৃতা
(৫ মিনিট) ijwyp 83 (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: যদি খারাপ কাজ করার ইচ্ছা হয়, তা হলে কীভাবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি? (শিক্ষা দেওয়া পাঠ ২০)
গান ৩১
৭. ডিসেম্বর মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য
(১০ মিনিট) ভিডিওটা দেখান।
৮. স্থানীয় প্রয়োজন
(৫ মিনিট)
৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ১৯ অনু. ৬-১৩