সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নভেম্বর ১১-১৭

গীতসংহিতা ১০৬

নভেম্বর ১১-১৭

গান ৩৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “তারা তাদের ঈশ্বরকে ভুলে গেল, যিনি তাদের পরিত্রাণ করেছিলেন”

(১০ মিনিট)

ইজরায়েলীয়েরা যখন ভয় পেয়ে গিয়েছিল, তখন তারা যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল (যাত্রা ১৪:১১, ১২; গীত ১০৬:৭-৯)

ইজরায়েলীয়েরা যখন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়েছিল, তখন তারা যিহোবার বিরুদ্ধে বচসা করেছিল (যাত্রা ১৫:২৪; ১৬:৩, ৮; ১৭:২, ৩; গীত ১০৬:১৩, ১৪)

ইজরায়েলীয়েরা যখন উদ্‌বিগ্ন হয়ে পড়েছিল, তখন তারা প্রতিমাপূজা করেছিল (যাত্রা ৩২:১; গীত ১০৬:১৯-২১; প্রহরীদুর্গ ১৮.০৭ ২০ অনু. ১৩)

ধ্যানের জন্য: যখন আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, তখন অতীতে যিহোবা কীভাবে আমাদের সাহায্য করেছেন, তা নিয়ে চিন্তা করা কেন উপকারজনক?

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১০৬:৩৬, ৩৭—প্রতিমাপূজা করার সঙ্গে মন্দ স্বর্গদূতদের উদ্দেশে বলি উৎসর্গ করার কোন সম্পর্ক রয়েছে? (প্রহরীদুর্গ ০৬ ৭/১৫ ১৩ অনু. ৯)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. সহজ উপায়ে শিক্ষা দিন—যিশু কী করেছিলেন?

৫. সহজ উপায়ে শিক্ষা দিন—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৭৮

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৭৭ এবং প্রার্থনা