নভেম্বর ১৮-২৪
গীতসংহিতা ১০৭-১০৮
গান ৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. “যিহোবাকে ধন্যবাদ দাও কারণ তিনি ভালো”
(১০ মিনিট)
যিহোবা যেভাবে ইজরায়েলীয়দের বাবিল থেকে উদ্ধার করেছিলেন, ঠিক একইভাবে তিনি আমাদের শয়তানের জগৎ থেকে রক্ষা করেছেন (গীত ১০৭:১, ২; কল ১:১৩, ১৪)
আমরা যিহোবার প্রতি কৃতজ্ঞ আর তাই আমরা মণ্ডলীতে তাঁর প্রশংসা করি (গীত ১০৭:৩১, ৩২; প্রহরীদুর্গ ০৭ ৪/১৫ ২০ অনু. ২)
যিহোবা আমাদের জন্য এখনও পর্যন্ত যা-কিছু করেছেন, সেগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি, তা হলে আমরা সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব (গীত ১০৭:৪৩; প্রহরীদুর্গ ১৫ ১/১৫ ৯ অনু. ৪)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
গীত ১০৮:১৩—যখন আমরা নিজেদের দুর্বল বলে মনে করি, তখন কীভাবে আমরা শক্তি লাভ করতে পারি? (প্রহরীদুর্গ ২৩.১০ ১৭ অনু. ২০)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ১০৭:১-২৮ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৪)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং বাইবেল অধ্যয়নের কনট্যাক্ট কার্ড দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)
৬. বক্তৃতা
(৫ মিনিট) সচেতন থাক! ০৪ ৪/২২ অনু. ৭—মূলভাব: হাল ছেড়ে দেবেন না! (শিক্ষা দেওয়া পাঠ ১৪)
গান ৪৬
৭. আমরা যিহোবার প্রশংসা করার জন্য গান গাই
(১৫ মিনিট) আলোচনা।
যিহোবা যখন লোহিত সাগরের কাছে ইজরায়েলীয়দের মিশরের শক্তিশালী সৈন্যদের হাত থেকে রক্ষা করেছিলেন, তখন তারা যিহোবার প্রতি অনেক কৃতজ্ঞ হয়েছিল এবং এই বিষয়ে একটা নতুন গান গেয়েছিল। (যাত্রা ১৫:১-১৯) পুরুষেরা এই গান গাইতে শুরু করেছিল। (যাত্রা ১৫:২১) যিশু এবং অতীতের খ্রিস্টানেরাও যিহোবার প্রশংসায় গান গেয়েছিল। (মথি ২৬:৩০; কল ৩:১৬) বর্তমানে আমরাও যিহোবার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য মণ্ডলী ও সম্মেলনগুলোতে গান গেয়ে থাকি। একটু আগে আমরা “ধন্যবাদ, যিহোবা” শিরোনামের যে-গান গাইলাম, সেটা আমরা ১৯৬৬ সাল থেকে সভাগুলোতে গেয়ে আসছি।
কিছু জায়গায় পুরুষেরা হয়তো সবার সামনে গান গাইতে অস্বস্তি বোধ করে। কেউ কেউ আবার এই ভেবেও গান গায় না যে, তাদের গানের গলা ভালো নয়। কিন্তু, আমাদের মনে রাখতে হবে, সভাগুলোতে গান গাওয়া আমাদের উপাসনার এক অংশ। গানগুলো তৈরি করার জন্য যিহোবার সংগঠন অনেক পরিশ্রম করে আর অনেক ভেবে-চিন্তে প্রতিটা সভার জন্য গান বাছাই করে। আমাদের শুধুমাত্র সুরে সুর মিলিয়ে গান গাইতে হবে এবং আমাদের পিতা যিহোবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা দেখাতে হবে।
আমাদের প্রগতিশীল সংগঠন—গান আমাদের জন্য উপহার, পর্ব ২ শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
-
১৯৪৪ সালে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?
-
কীভাবে সাইবেরিয়ার ভাই-বোনেরা দেখিয়েছিল যে, তারা রাজ্যের গানগুলোর জন্য অনেক কৃতজ্ঞ?
-
কেন যিহোবার সাক্ষিরা মনে করে যে, রাজ্যের গানগুলো গাওয়া অনেক গুরুত্বপূর্ণ?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ১৮ অনু. ৬-১৫