সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নভেম্বর ৪-১০

গীতসংহিতা ১০৫

নভেম্বর ৪-১০

গান ৩ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “তিনি তাঁর চুক্তি চিরকাল মনে রাখেন”

(১০ মিনিট)

যিহোবা অব্রাহামের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলেন আর পরে সেই একই প্রতিজ্ঞা ইস্‌হাক এবং যাকোবের কাছেও করেছিলেন (আদি ১৫:১৮; ২৬:৩; ২৮:১৩; গীত ১০৫:৮-১১)

এই প্রতিজ্ঞা পরিপূর্ণ হওয়া অসম্ভব বলে মনে হয়েছিল (গীত ১০৫:১২, ১৩; প্রহরীদুর্গ ২৩.০৪ ২৮ অনু. ১১-১২)

যিহোবা অব্রাহামের কাছে করা তাঁর চুক্তি ভুলে যাননি (গীত ১০৫:৪২-৪৪; অন্তর্দৃষ্টি-২ ১২০১ অনু. ২, ইংরেজি)


নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি যিহোবার উপর পুরোপুরিভাবে নির্ভর করতে পারি, তা জানার ফলে কীভাবে আমি ভবিষ্যতের বিষয়ে আরও আস্থা রাখতে পারি?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১০৫:১৯—‘যিহোবার বাক্যের’ মাধ্যমে কীভাবে যোষেফ চমৎকার গুণাবলি গড়ে তুলতে পেরেছিলেন? (প্রহরীদুর্গ ১৬.০৮ ২৩ অনু. ১৩)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(১ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা ব্যস্ত আছেন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৫)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা যখন তর্ক করতে শুরু করেন, তখন শান্তভাবে কথা শেষ করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৫)

৬. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। আগের সাক্ষাতে গৃহকর্তা যে-বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন, সেই বিষয়ের উপর তাকে একটা পত্রিকা দেখান। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৩)

৭. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে JW লাইব্রেরি অ্যাপ সম্বন্ধে বলুন এবং সেটা ডাউনলোড করার জন্য তাকে সাহায্য করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৫)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৮৪

৮. আপনার ভালোবাসার প্রমাণ

(১৫ মিনিট) আলোচনা।

আমরা যখন আমাদের সময়, শক্তি ও টাকাপয়সা রাজ্যের কাজে ব্যয় করি, তখন আমরা যিহোবার মনোনীত রাজা যিশু খ্রিস্টের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ দিই। এটা দেখে যিহোবা খুব খুশি হন। শুধু তা-ই নয়, আমাদের দানের মাধ্যমে ভাই-বোনেরাও উপকার লাভ করে। (যোহন ১৪:২৩) jw.org ওয়েবসাইটে দেওয়া “যেভাবে আপনার দান ব্যবহার করা হয়” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধ দেখায় যে, সারা পৃথিবীতে কীভাবে আমাদের দানের মাধ্যমে ভাই-বোনেরা উপকৃত হয়।

আপনার দান অনেক মূল্যবান শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • দানের অর্থ আইনি লড়াইয়ে ব্যবহার করার মাধ্যমে কীভাবে ভাই-বোনেরা উপাসনা করার স্বাধীনতা লাভ করেছে?

  • দানের অর্থ ব্যবহার করার ক্ষেত্রে “ভারসাম্য বজায়” রাখার কারণে কীভাবে বিভিন্ন কিংডম হল নির্মাণ করা গিয়েছে?—২করি ৮:১৪

  • দানের অর্থ বিভিন্ন ভাষায় বাইবেল অনুবাদের কাজে ব্যবহার করে কোন উপকার পাওয়া গিয়েছে?

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৯৭ এবং প্রার্থনা