আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা নভেম্বর ২০১৬
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
T-37 ট্র্যাক্ট অর্পণ করার এবং কীভাবে বাইবেলের ভবিষ্যদ্বাণী আমাদের দিনের জন্য প্রযোজ্য, সেই সম্বন্ধে বাইবেলের একটা সত্য তুলে ধরার জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
বাইবেল একজন গুণবতী স্ত্রী সম্বন্ধে বর্ণনা করে
একজন বিবাহিত বোনের কোন কোন গুণকে যিহোবা মূল্যবান হিসেবে দেখেন?
খ্রিস্টীয় জীবনযাপন
“তাঁহার স্বামী নগর-দ্বারে প্রসিদ্ধ হন”
একজন গুণবতী স্ত্রী তার স্বামীর সুনাম নিয়ে আসেন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করুন
আমরা যদি কাজের প্রতি সঠিক মনোভাব রাখি, তা হলে ধীরে ধীরে সেটার মধ্যে আনন্দ খুঁজে পেতে পারি।
খ্রিস্টীয় জীবনযাপন
বাইবেল আমাদের কী শিক্ষা দেয়? —যেভাবে এটা ব্যবহার করা যায়
কীভাবে আমরা বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় আমাদের শিক্ষা দেয় বইয়ের অদ্বিতীয় বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর”
উপদেশক ১২ অধ্যায়ে কাব্যিক ভাষা ব্যবহার করে আমাদের উৎসাহিত করা হয়েছে, যেন আমরা যৌবনকালের সুযোগগুলোর সদ্ব্যবহার করি।
খ্রিস্টীয় জীবনযাপন
তরুণ-তরুণীরা —‘বৃহৎ দ্বার’ দিয়ে প্রবেশ করতে দেরি কোরো না
তুমি কি কোনো আধ্যাত্মিক লক্ষ্য, যেমন পূর্ণ-সময়ের সেবা করার লক্ষ্য স্থাপন করতে পার?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
শূলম্মীয়া মেয়ে —অনুকরণযোগ্য এক উদাহরণ
কোন বিষয়টা তাকে যিহোবার উপাসকদের জন্য উদাহরণযোগ্য করে তুলেছে?