সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

কোথায় জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে পারি? (T-37 ট্র্যাক্ট)

প্রশ্ন: আমরা লোকেদের একটা ওয়েবসাইট সম্বন্ধে জানাচ্ছি, যেখানে জীবনযাপন সম্বন্ধে কিছু ব্যাবহারিক তথ্য রয়েছে।

অর্পণ: ট্র্যাক্টে দেওয়া ছবিগুলো ব্যবহার করে ওয়েবসাইটে প্রাপ্ত বিভিন্ন সাহায্যকারী ভিডিও এবং প্রকাশনা সম্বন্ধে ব্যাখ্যা করুন।

শাস্ত্রপদ: গীত ৩২:৮

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

প্রশ্ন: আপনি কি এই বিষয়ে একমত যে, বাইবেলে উল্লেখিত এই ভবিষ্যদ্‌বাণী বর্তমানে পরিপূর্ণ হচ্ছে?

শাস্ত্রপদ: ২তীম ৩:১-৫

সত্য: যেহেতু শেষ কাল সম্বন্ধে বাইবেলের ভবিষ্যদ্‌বাণী বর্তমানে পরিপূর্ণ হচ্ছে, তাই আমরা এই বিষয়ে আস্থা রাখতে পারি যে, উত্তম ভবিষ্যৎ সম্বন্ধীয় ভবিষ্যদ্‌বাণীগুলোও পরিপূর্ণ হবে।

কেন বাইবেল অধ্যয়ন করবেন? (ভিডিও)

ভূমিকা: আমরা লোকেদের একটা ছোটো ভিডিও দেখাচ্ছি, যেটার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, কোথায় আমরা জীবনের বড়ো বড়ো প্রশ্নের সন্তোষজনক উত্তর খুঁজে পেতে পারি। [ভিডিওটা দেখান।]

অর্পণ: কীভাবে ঈশ্বর জগতের সমস্যাগুলোর সমাধান করবেন, সেই বিষয়ে শাস্ত্র কী জানায়, তা এই ব্রোশারে তুলে ধরা হয়েছে। [সুসমাচার ব্রোশার অর্পণ করুন।]

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।